ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ৪:৫৭ অপরাহ্ন

রাণীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, April 19, 2025 - 11:37 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর থানা পুলিশের আয়োজনে শনিবার দুপুরে থানা চত্বরের গোল ঘরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।

এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, প্রেসক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী সেলিমসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং থানার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় রাণীনগর উপজেলাকে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে মুক্ত ও একটি উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ-উপজেলা প্রশাসন ও সাংবাদিকরা এক সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়েও আলোচনা হয়।