ঢাকা | এপ্রিল ২০, ২০২৫ - ৯:২৯ পূর্বাহ্ন

পবায় প্রবীণদের সেবা কেন্দ্রের উদ্বোধন

  • আপডেট: Saturday, April 19, 2025 - 12:21 am

স্টাফ রিপোর্টার: পবার নওহাটায় ‘প্রবীণগণের সেবা কেন্দ্র’- এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আলাই বিদিরপুর এলাকায় অবস্থিত প্রবীণগণের সেবা কেন্দ্রের নিজ কার্যালয়ে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে এই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীণগণের সেবা কেন্দ্রের সভাপতি প্রফেসর সুভরা রাণী চন্দ, সাধারণ সম্পাদক ডা. এস.এম.এ মান্নান, সদস্য ডা. এম. রহমান সহ প্রবীণগণের সেবা কেন্দ্রের সদস্যবৃন্দ।

এসময় প্রবীণগণের সেবা কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. এস.এম.এ মান্নান বলেন, একটি বয়স শেষে নিঃস্ব ও সঙ্গহীন মানুষ বড়ই অসহায় হয়ে পড়ে। তাদের জীবন যাতে সুন্দর ও সহজ হয়, সেই লক্ষ্যে প্রবীণগণের সেবা কেন্দ্র কাজ করবে। প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত এই সেবা কেন্দ্র চালু থাকবে।

এছাড়াও এখানে প্রবীণদের বিনোদনের জন্য থাকবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও খেলা। তিনি আরও জানান, আমরা যার যার অবস্থান থেকে যদি সব জায়গায় সার্বিক ভাবে কাজ করতে পারি, তাহেলেই আমরা কাক্সিক্ষত মানবিক বাংলাদেশ গঠন করতে পারবো। আমাদের বৃদ্ধ বাবা-মাকে একা বাসায় রেখে সংসারের প্রয়োজনে কাজকর্মে যেতে হয়। তখন তারা নিঃসঙ্গতাবোধ করেন এবং বিষ্ণন্নতায় ভোগেন।

এছাড়াও তারা মানসিক সমস্যায় কষ্ট পান। নিজেকে বড় একা একা লাগে, নিজেকে খুব অসহায় মনে হয়। এমন সময়ে সঙ্গের প্রয়োজন হয় এবং বিভিন্ন প্রয়োজন অনুভব করেন তারা। সেই অনুভব গভীরভাবে উপলব্ধি করে এই চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়েছে। এটি একটি ভাল, সৎ ও মানবিক প্রচেষ্টা।