ঢাকা | এপ্রিল ২০, ২০২৫ - ৯:৩২ পূর্বাহ্ন

নওহাটার বাগধানীতে বিএনপি’র উঠান বৈঠক

  • আপডেট: Saturday, April 19, 2025 - 12:25 am

স্টাফ রিপোর্টার: নওহাটায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে ও জনসম্পৃক্তি কর্মসূচি নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নওহাটা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাগধানী এলাকায় এই উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান। বৈঠকে দেশ গঠনে বিএনপির আগামী দিনের কর্মসূচি ও দলের নেতৃত্বে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে তার চিত্র তুলে ধরে বিএনপি নেতা রায়হানুল ইসলাম বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।

পর্যায়ক্রমে পবা উপজেলার সকল এলাকায় উঠান বৈঠক করা হবে বলে জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুরমত আলী। বক্তব্য দেন কৃষকদল নওহাটা পৌরসভার আহ্বায়ক রবিউল ইসলাম, মহিলাদল রাজশাহী জেলার সিনিয়র সহ-সভাপতি ফরিদা পারভীন, জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তরের রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক কাজিমুদ্দিন, শ্রমিকদল পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনু, বিএনপি নেতা শাহীন আলী, হুমায়ূন, ডলার ও আতাউর প্রমুখ।