ঢাকা | মে ১৬, ২০২৫ - ৩:২৮ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজের ১৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট: Saturday, April 19, 2025 - 1:03 pm

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজের ১৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে গেলে শিশুটি নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে চাক্তাই খাল এলাকায় শিশুটির মরদেহ ভেসে উঠে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টার দিকে চাক্তাই খালে শিশুর মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত শিশুটির নাম সেহেরিশ। তার বয়স মাত্র ছয় মাস।

এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় মা ও দাদিসহ অটোরিকশা নালায় পড়ে যায়। এই ঘটনায় মা ও দাদিকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় ছয়মাসের শিশু সেহেরিশ। এর পরপরই শিশুটিকে উদ্ধার অভিযান শুরু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর রিকশাচালক পালিয়ে যায়। ব্যাটারি রিকশার দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে চসিকের পরিচ্ছন্নতা কর্মী এবং ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

শিশুটির মামা মারূফ জানান, আসাদগঞ্জের বাসা থেকে সেহেরিশকে নিয়ে তার মা ও দাদি আমার বাসায় বেড়াতে আসছিল। বাড়ির কাছে এসে রাস্তায় পানি থাকায় রিকশা নেয় তারা। কিন্তু নালার পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলার কারণে তারা রিকশা নিয়ে পড়ে যায়। পরে সেহেরিশের মা সালমা ও দাদি আয়েশাকে উদ্ধার করা গেলেও বাচ্চাটি নিখোঁজ হয়।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS