ঢাকা | এপ্রিল ২০, ২০২৫ - ৯:৩৮ পূর্বাহ্ন

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুনের মামলায় গ্রেপ্তার যুবক

  • আপডেট: Saturday, April 19, 2025 - 12:38 am

স্টাফ রিপোর্টার: মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে নগরীর তালাইমারী শহিদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন- রুমেল (২৫)। তিনি তালাইমারী এলাকার রেজাউল ইসলামের ছেলে। তিনি তদন্তপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, হত্যাকাণ্ডর ঘটনায় রুমেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তদন্তপ্রাপ্ত আসামি। তাকে আদালতে চালান দেয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকালে নিহতের মরদেহ রামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিয়ে এসে তালাইমারী শহিদ মিনারের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করে এলাকাবাসী। এসময় তারা হত্যকাণ্ডের বিচার চান।

প্রসঙ্গত, গত বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিতে নগরীর তালাইমারী শহিদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এসময় তার ছেলে ইমাম হাসান অনন্ত আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদি হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় ৭জনসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- তালাইমারী শহিদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে নান্টু (২৮), মৃত রতনের ছেলে বিশাল (২৮), মৃত আবদুস সাত্তারের ছেলে খোকন মিয়া (২৮)। এছাড়া তালাইমারী বাবর আলী রোড এলাকার শাহীনের ছেলে তাসিন হোসেন (২৫), অমি (২৫), জামালের ছেলে নাহিদ (২৫), পিরুর ছেলে শিশির (২০)।