আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয় নিয়ে তিতাসের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক: আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শনিবার (১৯ এপ্রিল) এক বার্তার মাধ্যমে সতর্ক করেছে তিতাস। প্রতিষ্ঠানটি জানায়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক/বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ/লোড বৃদ্ধি বন্ধ রয়েছে।
সম্প্রতি কিছু প্রতারক চক্র আবাসিক নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো।
প্রয়োজনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দপ্তর প্রধানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।