ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ৬:২২ পূর্বাহ্ন

অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা সুনিশ্চিতের দাবি

  • আপডেট: Saturday, April 19, 2025 - 11:44 pm

স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ অভিবাসীদের আইনি অধিকার এবং সামাজিক সুরক্ষার সুনিশ্চিতের দাবি জানানো হয়েছে। অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রবেশাধিকার এবং ন্যায়বিচার সংক্রান্ত অধিকার বিষয়ক এক সংলাপে এই দাবি জানানো হয়েছে।

শনিবার রাজশাহী নগরীর একটি  হোটেলের হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন এবং মতামত দেন। অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-(এসিডি) এর উদ্যোগে আয়োাজিত এই সংলাপটি পরিচালনা করেন এসিডির প্রকল্প সমন্বয়কারী সুব্রত পাল। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন এসিডি সহকারী প্রকল্প সমন্বয়কারী আব্দুল মতিন।

সংলাপে অভ্যন্তরীণ অভিবাসনের ফলে সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে বঞ্চিত হওয়ার বাস্তবতা, জাতীয় পরিচয়পত্র না থাকায় সরকারি সেবা গ্রহণে জটিলতা, স্থানান্তরিত বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বিচ্ছিন্ন হওয়া, অভ্যন্তরীন অভিবাসীদের আইনি সহায়তা পাওয়ার সীমিত সুযোগ, অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা উঠে আসে।

আয়োজকরা জানান, এই সংলাপের লক্ষ্য হচ্ছে- গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা। যেন তারা নিয়মিতভাবে অভিবাসী ইস্যুগুলোতে প্রতিবেদন তৈরি করেন এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। সংলাপে অভ্যন্তরীণ অভিবাসীদের উদ্ভূত সঙ্কট সমাধান এবং তাদের অধিকার সুনিশ্চিত করতে সবার সমন্বিত উদ্যোগ গ্রহণের কথা জানান।

সংলাপে বক্তারা বলেন, আমরা চাই অভ্যন্তরীন অভিবাসীদের আইনি অধিকার এবং সামাজিক সুরক্ষার বিষয়গুলো গণমাধ্যমে আরও বেশি গুরুত্ব পাক, যাতে নীতিনির্ধারকরা বিষয়টি বিবেচনায় আনেন। অভ্যন্তরীণ অভিবাসীদের জটিল বাস্তবতা ও সমস্যাগুলো তুলে ধরতে পারলে সরকার উন্নয়ন কর্মকান্ড একদিকে যেমন বেগবান হবে অন্যদিকে এসডিজি অর্জন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। কারণ গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংলাপে বাংলাদেশ সংবাদ সংস্থার স্পেশাল করেসপন্ডেট ড. আইনুল হক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, বাংলানিউজের সিনিয়র করসপন্ডেন্ট শরীফ সুমন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বকুল, দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টর আহসান হাবীব অপু, আমাদের সময়ের ব্যুরো চিফ জিয়াউল গনি সেলিম, উত্তরা প্রতিদিন এর সম্পাদক এনায়েত করিম, দৈনিক সোনালী সংবাদের চিফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, ৭১ টিভির ব্যুরো ইনচার্জ রাশিদুল হক রুশো, দৈনিক করতোয়ার রাজশাহী প্রতিনিধি মাইনুল হাসান জনি, প্রতিদিনের বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার রাজু আহমেদ, নতুন প্রভাতের চিফ রিপোর্টার হাবিব আহমেদ, সময় টেলিভশনের স্টাফ রিপোর্টার মওদুদ রানা, সোনার দেশ স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, ঢাকা পোস্টের রাজশাহী প্রতিনিধি শাহিনুল আশিকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।