ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৭:১৯ অপরাহ্ন

শিরোনাম

শিবগঞ্জে বজ্রপাতে নিহত ২ কৃষকের পরিবার পেলো অর্থ সহায়তা

  • আপডেট: Friday, April 18, 2025 - 1:04 am

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনাবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই কৃষকের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর এলাকায় দুই পরিবারের সদস্যেেদ হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এসময় তিনি বলেন, জীবিকার টানে পরিবার-পরিজন ছেড়ে অন্ন যোগাতে হাওর অঞ্চলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক মনিরুল ইসলাম ও আবদুল্লাহিল কাফি মারা যান। পরিবারগুলো অপেক্ষায় ছিল মৌসুম শেষে প্রিয়জন ফিরে আসবে সাফল্যের গল্প নিয়ে। কিন্তু সেই অপেক্ষা এখন লাশ ফিরে পাওয়ায় বেদনায় রূপ নিয়েছে।

ফলে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও তাদের পাশে থাকবে উপজেলা প্রশাসন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সেফাউল মূলকসহ জনপ্রতিনিধিরা।

এর আগে বুধবার হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় শিবপাশা হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে নিহত হন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর গ্রামের কাসিম আলীর ছেলে আব্দুল্লাহিল কাফি (২২) ও একই ইউনিয়নের মোহনবাগ গ্রামের ফাদু মন্ডলের ছেলে মনিরুল ইসলাম (৪১)।