ঢাকা | মে ১০, ২০২৫ - ৯:২৬ অপরাহ্ন

রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মুহাম্মদ রুহুল আমিন

  • আপডেট: Friday, April 18, 2025 - 11:28 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন রাজশাহী রেঞ্জ এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। গত বৃহস্পতিবার রাজশাহী রেঞ্জ পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), (পিএইচডি)। রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম তাকে সম্মানসূচক ক্রেস্ট ও আর্থিক পুরস্কারে ভূষিত করেন

আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে তার সাহসিকতা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। ওসি রুহুল আমিনের নেতৃত্বে গোদাগাড়ী থানা সামগ্রিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে। পুরস্কার গ্রহণ করে ওসি রুহুল আমিন বলেন, এই সম্মান গোদাগাড়ী মডেল থানার প্রতিটি পুলিশ সদস্যের প্রাপ্য।

তাদের আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া এই অর্জন সম্ভব হতো না। জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, একজন কর্মকর্তার এমন অর্জন গোটা থানার জন্য গর্বের বিষয় এবং এটি অন্যান্য পুলিশ সদস্যদের অনুপ্রেরণা জোগাবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS