ঢাকা | এপ্রিল ২০, ২০২৫ - ৯:০৭ পূর্বাহ্ন

পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতাসহ ১৩ জন আটক

  • আপডেট: Friday, April 18, 2025 - 11:39 pm

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশে অপারেশন ডেভিল হান্টের আওতায় পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের ৪ জন ওয়ার্ড সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করে দিনাজপুর জেল হাজতে পাঠিযেছে পার্বতীপুর মডেল থানার পুলিশ।

জানা যায়, গত বৃহস্পতিবার দিরাগত গভির রাতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনর্চাজ সালামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিযে ডেভিল হান্টসহ বিভিন্ন মামলার ১৩ জনে গ্রেপ্তরে। গ্রেপ্তারকৃতরা হলেন- পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের ৯নং ইউনিয়ন ৯নং ওয়ার্ড সভাপতি ফরহাদ আলী (৪৬) পিতা ফরমান আলী সাং পাতিগ্রাম, আতিবুর রহমান (৫৮) শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ৯নং ইউপি আওয়ামী লীগ পিতা মৃত শাহাবুদ্দিন সাং শাহা গ্রাম (৫০), তানভীর আলম চৌধুরী (৪২) ৭নং ইউপি ৯নং ওয়ার্ড যুবলীগ পিতা মৃত আব্দুল লতিফ চৌধুরী সাং হরিহরপুর বালুপাড়া , মিনহাজুল আলম সরকার (৪২) সভাপতি ৭নং ইউপি ৯নং ওয়ার্ড যুবলীগ পিতা সিরাজুল সরকার হরিহর পুর বালুপাড়া কে স্ব স্ব বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার বিকাল ৩ টায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন এলাকার অন্য মামলার আরও ৯ জন আসামিকে আটক করে পুলিশ।