ঢাকা | মে ১৩, ২০২৫ - ১০:১৬ পূর্বাহ্ন

ভোলাহাটে ৫ ইটভাটাকে জরিমানা, বন্ধের নির্দেশ

  • আপডেট: Friday, April 18, 2025 - 12:57 am

ভোলাহাট (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইট ভাটাগুলি সরকারি নিয়মনীতি, স্থাপনা আইন ও ইট প্রস্তুত না মানার কারণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৫টি ভাটাকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচানায় নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রবিউল আলম, পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, সদর দপ্তর, ঢাকা। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদসহ দপ্তরের কর্মচারীরা মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর অফিস সূত্রটি বলেন, ভোলাহাট উপজেলায় অবস্থিত সকল ইটভাটা গুলির মধ্যে-মেসার্স মদিনা ব্রিকস ফিল্ড, মেসার্স সেভেন স্টার ব্রিকস, মেসার্স হিরো ব্রিকস, মেসার্স জে টাটা ব্রিকস ফিল্ড ও মেসার্স মেঘনা জিগজ্যাগ ব্রিকস।

প্রতিটি ভাটাকে ১ লাখ টাকা করে জরিমানা আদায়সহ প্রতিটি ভাটাকে ড্রেজার চালিয়ে ভেঙে দেয়া ও তাদের সকলপ্রকার কার্যক্রম বন্ধ করে দেয়া হয় বলে জানান। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাইদ আরো বলেন, জেলার সকল উপজেলায় পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS