বাঘায় সুধীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিয়ম সভা

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসক আফিয়া আখতারের সাথে সুধীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বাঘা উপজেলা হল রুমে মতবিনিমিয় সভায়টি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনেরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার-এর সভাপতিত্বে বাঘার উন্নয়ন আইন-শৃঙ্খলাসহ যাবতীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল নহু, বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত প্রমুখ।