ঢাকা | মে ১০, ২০২৫ - ৭:৫৮ পূর্বাহ্ন

পোরশায় তিন আসামি গ্রেপ্তার

  • আপডেট: Friday, April 18, 2025 - 11:18 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় তিন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। আসামিরা হলেন- শিশা কোলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ মন্ডলের ছেলে জিআর মামলার আসামি শহিদুল ইসলাম (৩৫) এবং নিতপুর বিষ্ণুপুর গ্রামের জোর পূর্বক সরকারি জমি দখল মামলার আসামি নজরুল ইসলাম সানের দুই ছেলে সেলিম (৩৯) ও বাবু (৩৫)। শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ গ্রাম থেকে আটক করা হয়।

পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS