ঢাকা | মে ১০, ২০২৫ - ১০:২৬ অপরাহ্ন

পুঠিয়ায় পৌর ভবনে আগুন, টিসিবির পণ্য পুড়ে ছাই

  • আপডেট: Friday, April 18, 2025 - 11:41 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরনো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিসিবির বেশ কিছু পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে পৌর সদরের পুরোনো পৌরসভা ভবনে এ আগুনের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিমন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সেখানে টিসিবির তেল, মসুরের ডাল ও চাল ছিল। সেগুলো নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, আমাদের ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ ঘটনাস্থলে একটি ইলেকট্রিক বোর্ড ছিল। তেল পড়ে ইলেকট্রিক বোর্ডের আশপাশে ভিজে ছিল। সেই বোর্ডটিও পুড়ে গেছে। এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, ওটা তো পুঠিয়া পৌরসভার পুরোনো ভবন।

সেখানে অফিসিয়াল কোনো কাজকর্ম চলে না। তবে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। সেখানে টিসিবির পণ্য রাখা হয়েছিল। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ টিসিবির যে পণ্যগুলো আনা হয়েছিল সেগুলো বিক্রি করা হয়েছে। তাই সেখানে খুব বেশি টিসিবির পণ্য ছিল না।

Hi-performance fast WordPress hosting by FireVPS