ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ১২:৫০ অপরাহ্ন

তৃণমূল থেকে সবখানে দুর্নীতি করেছে ফ্যাসিস্ট হাসিনা: শিবগঞ্জে শাহীন শওকত

  • আপডেট: Friday, April 18, 2025 - 12:57 am

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত বলেছেন, তৃণমূল থেকে সবখানে দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় আসলে সকল দুর্নীতির মূল শিকড় উপড়ে ফেলে আইনের শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের টাকা জনগণ ভোগ করবে এবং সকল লুটপাটের বিচার করা হবে।

গত বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী গ্রামবাংলার খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন। শিবগঞ্জ পৌর ও উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, মোবাইলে ফোনে শিশুরা আসক্ত হয়ে খেলাধুলা থেকে দূরে সরে গেছে। তাই হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা ফিরিয়ে আনতে চাই। ভারতীয় আধিপত্যবাদ ও ভারতীয় ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ঘরের মধ্যে অপসংস্কৃতি চর্চা করে এক পরিবারের সাথে থাকার মানসিকতা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে সবুজ বাংলাদেশের প্রাণশক্তি ধারণ করে সমৃদ্ধশীল বাংলাদেশ-ভ্রাতৃত্বের বাংলাদেশে সকল শ্রেণিপেশার জাতিকে ঐক্যবদ্ধ করে একই মালায়, একই সূতোয় গেথে সেই ভালবাসার বাংলাদেশকে ফিরিয়ে আনতে চাই। যা আমাদের ১৭ বছরের আন্দোলনের ফসল। জুলাই-আগস্টে ১৭ হাজার সংগ্রামী রক্তের ফসল।

তিন দিনব্যাপী জাতীয় খেলা হাডুডু, বালিশ, সুই সুতো, হাঁড়ি ভাঙা ও দড়ি প্রতিযোগিতাসহ ৯ ধরনের খেলা অনুষ্ঠিত হয়। গম্ভীরা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। দূর-দূরান্ত থেকে নারী-পুরুষেরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পেরে উৎসাহ উদ্দীপনা দেখা যায় সবার মাঝে। প্রতিবছর এমন আয়োজনের অনুরোধ দর্শক ও খেলোয়াড়দের।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুর রহমান মিঞা, যুগ্ম আহ্বায়ক এরশাদ বিশ্বাস, সদস্যসচিব হায়াতউদ্দৌলা, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক জিন্নুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব টুটুল ও সদস্যসচিব মতিউর রহমান লিটিল বিশ্বাস প্রমুখ।