ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ২:১৫ অপরাহ্ন

চাকা পাল্টাতে গিয়ে ট্রাক উল্টে হেল্পার নিহত, চালক হাসপাতালে

  • আপডেট: Friday, April 18, 2025 - 12:13 pm

অনলাইন ডেস্ক : জেলার কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। নিহতের নাম আশরাফুল ইসলাম (৪৫)। তিনি ওই ট্রাকের হেলপার। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ডে।

গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত ট্রাকের চালককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সার বোঝাই ট্রাকটি ঝিনাইদহে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকের পেছনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ শুরু করেন।

এক পর্যায়ে চাকা পাল্টানোর লিভার (জগ) ফসকে গেলে ট্রাকটি উল্টে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়েন চালক ও হেলপার। এসময় স্থানীয়রা আশরাফুল ইসলামকে মৃত উদ্ধার করে এবং  চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত চালককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: বাসস