ঢাকা | মে ১১, ২০২৫ - ৩:৩২ অপরাহ্ন

শিক্ষক সমিতির দুর্গাপুর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

  • আপডেট: Friday, April 18, 2025 - 1:00 am

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহীর দুর্গাপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি শিক্ষক ও কর্মচারি চাকরি জাতীয়করণের এক দফা এক দাবিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনের সভাপতিত্বে ও দেবীপুর উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক নুরুল হুদার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ইউসুফ আলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য গোলাম সোরয়ার স্বপন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব রবিউল ইসলাম, রাজশাহী জেলা সদস্য সচিব জাইদুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রচার সম্পাদক নজরুল ইসলাম, রাজশাহী জেলা উপদেষ্টা আমজাদ হোসেন ও বাবর সরকার।

অনুষ্ঠানের ২য় অধিবেশনে দুর্গাপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পদে পাঁচুবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে যোগী শো উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল কাফি এবং সাংগঠনিক সম্পাদক পদে দেবীপুর উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক নুরুল হুদা মনোনীত করে কমিটি ঘোষণা করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS