ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম

মোহনপুরে ১১ জনের বিরুদ্ধে মসজিদ-মাদ্রাসার টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট: Friday, April 18, 2025 - 12:59 am

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার দাপট খাঁটিয়ে ১১ জনের বিরুদ্ধে মসজিদ-মাদ্রাসার লাখ-লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বেলনা মক্তব ও হাফেজিয়া মাদ্রাসার পূর্বের কমিটি পুর্নবহাল এবং বেলনা বড় মসজিদের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন জন্য নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও টাকা আত্মসাতের বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার বেলনা গ্রামের নাসির মন্ডল, আব্দুল হাকিমসহ ১১ ব্যক্তি একই গ্রামের মক্তব ও হাফেজিয়া মাদ্রাসা এবং বেলনা বড় মসজিদের পুকুর লীজসহ বিভিন্ন খাতের লাখ লাখ টাকা বছরের পর বছর আত্মসাৎ করে আসছে। বিষয়টি নিয়ে ইতিপূর্বে মোহনপুর থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে কোন প্রতিকার হয়নি।

বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তৎকালীন মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম ও ঘাসিগ্রাম ইউনিয়নের নেতাকর্মীদের দাপট খাঁটিয়ে ওই ১১ জন ব্যক্তি তাদের ইচ্ছামত মাদ্রাসা ও মসজিদের কমিটি গঠন করে টাকা আত্মসাৎ করে। এছাড়াও ২০০৯ সালে বিভিন্ন অজুহাতে মাদ্রাসার হেফজ বিভাগ বন্ধ করে দেয়া হয়। বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করলে বিভিন্ন হুমকি প্রদান করা হতো।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, এলাকাবাসী পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।