ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম

বড়াইগ্রামে শিশু জুঁইয়ের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট: Friday, April 18, 2025 - 12:41 am

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মাদরাসা ছাত্রী আকলিমা আক্তার জুঁইকে (৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা ও অ্যাসিডে মুখ পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িত খুনিদের বিচারের দাবিতে  বৃহস্পতিবার ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিকালে উপজেলার লক্ষ্মীকোল বাজারে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে মানববন্ধনকালে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম ফাহিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল বাশার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক বিপ্লব রানা ও সাবেক আহ্বায়ক মেহেদী হাসান ইমন বক্তব্য রাখেন। এর আগে রাজাপুর অনার্স কলেজ শাখা ছাত্রদল ও চান্দাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে একই দাবিতে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে খুনিদের লোমহর্ষক এ হত্যাকাণ্ডে জড়িত শনাক্তদের চিহ্নিত করাসহ তাদের কঠোর শাস্তির দাবি জানান। প্রসঙ্গত, গত সোমবার দাদীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয় প্রবাসী জাহিরুল ইসলামের শিশুকন্যা জুঁই। পরদিন বাড়ির অদূরে একটি ভুট্টা খেতে তার বিবস্ত্র ও মুখমণ্ডল অ্যাসিডে ঝলসানো লাশ পাওয়া যায়।