ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৬:৩২ অপরাহ্ন

রাবিতে ব্র্যাক ফিশারীজের ক্যারিয়ার গ্রোমিং সেশন অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, April 17, 2025 - 1:40 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদ গ্যালারিতে ফিশারীজ গ্রাজুয়েটদের নিয়ে অনুষ্ঠিত হলো ব্র্যাক ফিশারীজের ক্যারিয়ার গ্রোমিং সেশন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার।

ফিশারীজ অনুষদের অধিকর্তা প্রফেসর মোস্তাফিজুর রহমান মন্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাক ফিশারীজ এর জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন ও ব্র্যাক মানবসম্পদ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ সায়েদ ইবনে রাশেদসহ রাবি ফিশারীজ বিভাগের শিক্ষক ও ফিশারীজ গ্রাজুয়েটবৃন্দ।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, মৎস্যখাতে ব্র্যাক ফিশারীজের অনন্য অবদানের কথা সুবিদিত। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ব্র্যাক ফিশারীজ সেক্টরে রাবির গ্রাজুয়েটদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ করে দেয়ারও আহবান জানান।