ঢাকা | মে ১১, ২০২৫ - ২:২০ পূর্বাহ্ন

মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি  রাজশাহীর আম ও ধানে স্বস্তি

  • আপডেট: Thursday, April 17, 2025 - 10:50 pm

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে আম- ধানসহ বিভিন্ন ফসলের উপকার হওয়ায় চাষিরা স্বস্তিতে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গতকাল কালবৈশাখীর প্রভাবে রাজশাহীতে বেলা সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বৃষ্টি হয়। এসময় এখানে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি। রাত ১০টায় এই রিপোর্ট লেখার সময় আকাশ মেঘলা ছিল। আরো বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

বৈশাখের শুরুতে এই বৃষ্টিতে নগরীর লোকজনকে বেকায়দায় পড়তে দেখা গেছে। অনেককে পানিতে ভিজেই গন্তব্যে যেতে দেখা গেছে। বৃষ্টির সাথে বজ্রপাত ও মেঘের তর্জন-গর্জনে মানুষজন আতংকিত হয়ে পড়ে। নগরীর রাস্তাঘাট প্রায় ফাকা হয়ে যায়। এই বৃষ্টিতে বোরো, ভুট্টা, পাট, সবজি, আম, লিচু, কাঠালসহ বিভিন্ন ফসলের উপকার হবে বলে জানান চাষিরা।

এদিকে ঝড়-বৃষ্টির অজুহাতে নগরবাসিকে সবচেয়ে দুর্ভোগে ফেলে বিদ্যুৎ। বৃষ্টির সময় নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীরা বেশি সমস্যায় পড়ে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক উম্মে সালমা বলেন, এই বৃষ্টিতে উপকার হয়েছে আম, ভুট্টা, বোরো, পাট, সবজি, লিচুসহ বিভিন্ন ফলের।

Hi-performance fast WordPress hosting by FireVPS