ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৬:৩২ অপরাহ্ন

পাবনা দলকে সংবর্ধনা প্রদান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, April 17, 2025 - 1:14 am

স্পোর্টস ডেস্ক: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা)-২০২৪ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাঁথিয়া, পাবনা দলকে সংবর্ধনা প্রদান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে বুধবার বিকালে রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) (যুগ্মসচিব) রেজাউল আলম সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ -পরিচালক  সানাউল্লাহ।