ঢাকা | মে ১০, ২০২৫ - ১১:২৬ অপরাহ্ন

টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার

  • আপডেট: Thursday, April 17, 2025 - 1:05 pm

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকার নিহতের বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত রাতে খাওয়া দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সাথে কথা বলতে ঘরের বাইরে বের হন। এরপরে দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে আজ ভোরে বাড়ির পাশে ধানক্ষেতে তার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, বাড়ির পাশ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS