কলেজছাত্রীর নগ্ন ছবি তৈরী করে হুমকির অভিযোগে পুঠিয়ায় যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া থানাধীন ঝলমলিয়া এলাকায় অভিযান চালিয়ে নগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামী মনোয়ার হোসেন মুন্নাকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। মুন্না ওই এলাকার আশরাফ উদ্দীনের ছেলে। গত বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ভিকটিম রাজশাহী সরকারী ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের অধ্যয়নরত একজন শিক্ষার্থী। গত বছরের ১১ জুলাই আনুমানিক চারটার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন যাদুঘর মোড়স্থ নাফিসা ছাত্রীনিবাসে অবস্থানকালীন আসামী মুন্না একটি জিমেইল আইডি থেকে ভিকটিমের ব্যক্তিগত জিমেইল আইডিতে একটি নগ্ন ছবি পাঠিয়ে নানা ধরনের হুমকি প্রদান করতে থাকে।
পরবর্তীতে উক্ত আসামী বিভিন্ন নামে অসংখ্য জিমেইল একাউন্ট ব্যবহার করে ভিকটিমের ব্যক্তিগত জিমেইলে ভিকটিমের একটি এডিট করা নগ্ন ছবি পাঠায়। আসামী উক্ত নগ্ন ছবিটি ব্যবহার করে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক একাউন্টের মাধ্যমে ভিকটিমের পরিচিত ব্যক্তির নিকট ছবিটি দিয়ে অপপ্রচার চালাতে থাকে। এছাড়া গত ৩১ আগস্ট আনুমানিক সকাল ৯টার দিকে আসামী মুন্না অপর একটি জিমেইল আইডি হতে ভিকটিমের ব্যক্তিগত জিমেইলে মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে।
ঘটনার প্রেক্ষিতে ভিকটিম মহানগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। এ ঘটনায় জড়িত আসামীদেরকে চিহ্নিত পূর্বক গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫ অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার মূলহোতা সাইবার প্রতারক মুন্নাকে গত ১৬ এপ্রিল বিকেলে পুঠিয়া থানাধীন ঝলমলিয়া বাজার এলাকা হতে গ্রেফতার করে। পরে তাঁকে আইনি পদক্ষেপের জন্য বোয়ালিয়া থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।