রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

স্টাফ রিপোর্টার: মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নগরীর তালাইমারী শহিদ মিনার এলাকায়। নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় বাস চালক। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য।
পরিবারের সদস্যরা জানায়, নিহতের মেয়ে আলফি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আলফি গত বুধবার সকালে প্রাইভেট পড়ে নগরীর তালাইমারী শহিদ মিনার মোড়ে অটো থেকে নেমে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় স্থানীয় বখাটে নান্টু ওই মেয়েকে উত্ত্যক্ত করে। আলফি বাড়িতে এসে বিষয়টি তার মা-বাবাকে বলেন। বাবা আকরাম বিষয়টি প্রতিবেশী নান্টুর বাবা-মাকে জানান। এতে নান্টু ক্ষিপ্ত হয়।
এরপর বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে আকরামের ছেলে ইমাম হাসান অনন্তকে শহিদ মিনার এলাকার সড়কে দলবল নিয়ে পেটাতে শুরু করে। এসময় তার বাবা আকরাম ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারতে শুরু করে। এক পর্যায়ে ইট দিয়ে আকরামের মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ জানান, নিহতের ছেলে অনন্ত ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অন্তত ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
এদিকে রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় গতকাল বিকালে বাস ড্রাইভার আকরাম হোসেনকে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী নান্টু, বিশাল, খোকন, তাসিন, ওমি, নাহিদ ও শিশিরসহ সকল আসামিদের বিচার ও ফাঁসির দাবি জানান তারা। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।