যাত্রীবাহী বাসে ৬ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব

স্টাফ রিপোর্টার: মহানগরের বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড়ে নাটোর হতে রাজশাহীগামী আলভী স্পোশাল (রাজশাহী-পাবনা-বেড়া) পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৬ কেজি গাঁজা, ১ টি মোবাইল, ১ টি সিমসহ মনি আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, সাক্ষীদের সম্মুখে ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজের দখলে রেখেছিল বলে সে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরের বেলপুকুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।