ইউক্রেনের দনিপ্রোতে রাশিয়ার হামলায় দুইজন নিহত: গভর্নর

অনলাইন ডেস্ক : ইউক্রেনের দিনিপ্রো নগরীতে বুধবার রাশিয়ার ড্রোন হামলায় এক তরুণীসহ দুইজন নিহত হয়েছেন। দনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক গভর্নরের উদ্ধৃতি দিয়ে কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।
আঞ্চলিক গভর্নর সের্গেই লিসাক টেলিগ্রামে পোস্টে জানান, ‘দনিপ্রোতে রাশিয়ানরা এক তরুণীকে হত্যা করেছে।’ তিনি পরে অপর পোস্টে জানান, ‘দনিপ্রোতে আরো একজন মারা গেছেন। তিনি একজন বয়স্ক নারী।’ তিনি আরো জানান, নয় মাস বয়সী একটি কন্যা শিশু ও দু’জন ছেলেসহ হামলায় অপর ১৬ জন আহত হয়েছে।
লিসাক বলেন, ‘ইউএভি (মানববিহীন বিমান) হামলায় একটি ছাত্রাবাসসহ বেশ ক’টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’ রোববার, ইউক্রেনের সুমি নগরীতে একটি রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।
দনিপ্রো নগরীর মেয়র বরিস ফিলাটভ পরে বলেন, আহতের সংখ্যা ২৮ জনে দাঁড়িয়েছে।
তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও বিমান হামলা বেড়েছে।
সূত্র: বাসস