রুয়েট কেন্দ্রে খুবি‘র সি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২০২৫ সেশনের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
রুয়েটের বিভিন্ন ভবনে “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর দেড়টায়। রুয়েট কেন্দ্রে “সি” ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৭ হাজার ৫৫১ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। যার মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত “সি” ইউনিটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫ হাজার ৮৬১ জন ছাত্র-ছাত্রী। অর্থাৎ “সি” ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৭৭.৬২ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকসহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিলো। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, আজ শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত “বি” ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একইদিন বিকেল ৩ টা থেকে বিকেল ৫:৪০ মিনিট পর্যন্ত “এ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।