ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৬:৩২ অপরাহ্ন

বাঘায় ভুট্টা খেতে চাঞ্চল্যকর যুবক হত্যাকাণ্ডের আসামি ঢাকায় গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, April 16, 2025 - 10:39 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ভুট্টা খেতে চাঞ্চল্যকর যুবক হত্যাকাণ্ডের আসামি লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি দল যৌথভাবে আভিযান চালিয়ে গত মঙ্গলবার রাত সোয়া ৮টায় ঢাকার আশুলিয়া থানার বলভদ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত লতিফুল ইসলাম ওরফে গিয়াস (৩৩) রাজশাহীর বাঘা উপজেলার বাঘা পৌর এলাকার মুশিদপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে। এসময় আসামির কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ২টি সিম জব্দ করা হয়েছে।  র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ১০ এপ্রিল বিকেল সোয়া ৫টায় হত্যার শিকার শফিকুল ইসলাম (৩৫) গবাদি পশুর জন্য ঘাস কাটার উদ্দেশ্য চকরাজাপুর ইউনিয়নের সিকরামপুর মৌজার মাঠে যায়। ঘাস কাটার সময় আসামি লতিফুল ইসলাম ওরফে গিয়াস তার ভুট্টা খেতে ঘাস কাটতে দেখে পূর্ব শত্রুতার জেরে ভিকটিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

ভিকটিম গালিগালাজ করতে নিষেধ করলে আসামি আরও ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমকে রক্তাক্ত ও গুরুতর জখম করে। তখন মাঠে থাকা মাঠ পাহারাদার ভুট্টা খেতের কাছে গেলে আসামী হাসুয়া হাতে নিয়ে দ্রুত পালিয়ে যায়।