ঢাকা | মে ৭, ২০২৫ - ৯:৪২ অপরাহ্ন

শিরোনাম

কুয়েটের শিক্ষার্থীদেরকে বহিষ্কারের প্রতিবাদে রাবিতে প্রতিবাদ সমাবেশ

  • আপডেট: Wednesday, April 16, 2025 - 1:29 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা কুয়েটের শিক্ষার্থীরা যে ধরনের কর্মসূচি দিবেন, তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘কুয়েটে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার কারণে বহিরাগত ক্যাডারদের দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে।

সেই হামলায় যাদের রক্ত বয়েছে, তাঁদেরই আবার বহিষ্কার করা হয়েছে। ওই সময় প্রশাসনের দায়িত্ব ছিল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু প্রশাসন সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি প্রশাসনের তখনই পদত্যাগ করা উচিত ছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই এই দলকানা ভিসিকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক  সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘জুলাই আন্দোলনে ছাত্রদের ৯ দফার মধ্যে ছিল আধিপত্যবাদ ও লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চলবে না এবং অনতিবিলম্বে ছাত্র সংসদ কার্যকর করতে হবে। কিন্তু বিপ্লবের ৯ মাস পরেও বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন পরিচয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। এর নেগেটিভ প্রভাব প্রথমে পড়েছে কুয়েটে। বহিরাগত ভাড়াটিয়া দিয়ে মেধাবী শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। ঠিক একইভাবে জুলাই বিপ্লবে আমাদের ওপরে হামলা করা হয়েছিল। কুয়েটের ছাত্রদের একদফার সঙ্গে আমরা একমত। কোনো দলের এজেন্ডা বাস্তবায়নকারী ভিসি তাঁর পদে থাকতে পারবে না। অনতিবিলম্বে কুয়েটের ভিসিকে পদত্যাগ করতে হবে।’ সমাবেশটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব। এ সময় বিভিন্ন বিভাগের অন্তত ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS