ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৬:২৮ পূর্বাহ্ন

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের হ্যাট্রিক জয়

  • আপডেট: Wednesday, April 16, 2025 - 11:58 pm

স্পোর্টস ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে স্কটল্যান্ডেকে ৩৪ রানে হারিয়ে বাংলাদেশের হ্যাট্রিক জয়। আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ দল। টানা তিন জয়ের পর লাহোরে আজ নিজেদের তৃতীয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।  অধিনায়ক জ্যোতি ব্যাটিং তাণ্ডবে নিদ্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে।

ইনিংসের শক্ত ভিত গড়ে দেন ফারজানা ও শারমিন। দুজনে গড়েন ১০৩ রানের জুটি। শারমিন ৭৯ বলে ৫৭ ও ফারজানা ৮৪ বলে ৬ চারে করেন ৫৭। তিন ম্যাচে ফারজানার দ্বিতীয় ফিফটি।

চার নম্বরে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালিয়েছেন জ্যোতি। ৫৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন এ উইকেটরক্ষক-ব্যাটার। ইনিংসে ছিল ১১টি চার।

তৃতীয় ম্যাচেও নিজের সেই ছন্দ ধরে রাখলেন জ্যোতি। ফাহিমা খাতুন ২২ বলে করেছেন ২৬ রান। স্কটল্যান্ডের পেসার ক্যাথরিন ব্রাইস ৫৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

২৭৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করে নেমে বাংলাদেশের দুই উদ্বোধনী বোলার মারুফা আকতার ও নাহিদা আকতারে তোপের মুখে পরলে মাত্র ৩১ রানে ৩ উইকেট হারিয়ে বসে স্কটল্যান্ড। অষ্টম উইকেট জুটিতে প্রিয়ানজ ৬১ ও স্লাটারের ৬১ রানে কিছুটা প্রতিরোধ গড়ে স্কটল্যান্ড। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।