ঢাকা | মে ১১, ২০২৫ - ১:৫০ অপরাহ্ন

লালপুরে জাল পাসপোর্ট ও তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আটক ১

  • আপডেট: Wednesday, April 16, 2025 - 12:05 am

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে জাল পাসপোর্ট ও পাসপোর্ট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। আটককৃত আরিফুল ইসলাম (৩৫) উপজেলার গোপালপুর পৌরসভআর শিবপুর খানপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। লালপুর থানা সূত্রে জানা যায়, মাদক ও জাল পাসপোর্ট তৈরির বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত ৩টার দিকে আরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৪টি ইয়াবা ট্যাবলেট, ৫টি জাল ডিপ্লোমেটিক পাসপোর্ট, ১১টি জাল সবুজ পাসপোর্ট, ৪টি ক্রেডিট কার্ড, ৩টি রেজিস্ট্রেশন বিহীন মোবাইল সিম কার্ড, বিভিন্ন দেশি বিদেশি আইডি কার্ড, বিসিএস কর্মকর্তার ভুয়া সিল, অসংখ্য পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও জাল পাসপোর্ট তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ তাকে আটক করে যৌথবাহিনী।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোহাম্মদ মমিনুজ্জামান জানান, মাদক, জাল পাসপোর্ট ও পাসপোর্ট তৈরির সরঞ্জামসহ আরিফুলকে আটক করে গত সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাসপোর্ট আইন অনুযায়ী একটা মামলা রুজু করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS