ঢাকা | মে ১২, ২০২৫ - ১০:০৪ পূর্বাহ্ন

রাবিতে শহিদ হবিবুর রহমানের অন্তর্ধান দিবস পালিত

  • আপডেট: Wednesday, April 16, 2025 - 1:46 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: গতকাল মঙ্গলবার ছিল শহিদ অধ্যাপক হবিবুর রহমানের অন্তর্ধান দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী সৈন্যরা গণিত বিভাগের শিক্ষক হবিবুর রহমানকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধকালে শহিদ তিন শিক্ষকের অন্যতম তিনি।

শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৯টায় রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান, ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সেখানে তাঁরা শহিদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। পরে গণিত বিভাগের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরাও শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS