পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে এক শ্রমিকের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনিতে এক শ্রমিকের মৃত্যু। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় কঠিন শিলা খনির ভূ-গর্ভে ড্রিলিং স্টাফ সোহাগ (৪০)।
ড্রিলিং ও ব্লাস্টিং স্টাফ কাজ করার সময় অসাবধানতা বসতঃ ভূ-গর্ভে দূর্ঘটনায় তার মৃত্যু হয়। ড্রিলিং ও ব্লাস্টিং এর কাজ করার সময় সোহগের পা পিছলে গর্তের মধ্যে পড়লে আঘাত পেয়ে ভূ-গর্ভেই তার মৃত্যু হয়। সোহাগ দীর্ঘদিন ধরেই মধ্যপাড়া কঠিন শিলা খনিতে দক্ষতার সাথে কাজ করত।
সোহগের গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ঘৃণাই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। এ ব্যাপারে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রুবেল সত্যতা নিশ্চিত করে বলেন, সোহাগের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।