ঢাকা | মে ৭, ২০২৫ - ২:৫৮ পূর্বাহ্ন

নগরীতে সুরুজ হত্যায় বোন ও ২ ভাগনে গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, April 16, 2025 - 1:27 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর  সুরুজ (৪৫) হত্যা মামলায় তার বোন ও দুই ভাগনেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। নিহত সুরুজ নগরীর বিলশিমলা এলাকার বাসিন্দা ছিলেন।

গ্রেপ্তার তিনজন হলেন- নিহত সুরুজের বোন জাহানারা বেগম (৫০), জাহানারার ছেলে হিরা ও আশরাফ আলী। তাদের বাবার নাম মৃত আনিচুর রহমান। বাড়ি বহরমপুর ব্যাংক কলোনী এলাকায়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১১ এপ্রিল নগরের সিটি বাইপাস এলাকায় আসামিরা সুরুজকে মারধর করেন। হিরা ইট দিয়ে তার মামা সুরুজের মাথায় আঘাত করেন। পরে হাসপাতালে নেয়া হলে সুরুজ মারা যান।

এ ঘটনায় নিহত সুরুজের ছেলে নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র‌্যাব তাদের গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS