কেরানীগঞ্জে রাজশাহীর যুবককে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরের এক যুবককে ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সোমবার রাতে কেরানীগঞ্জের এক বাসা থেকে বিপ্লব গাজী (৩৩) নামের যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিপ্লব গাজী রাজশাহীর দুর্গাপুরের আলীপুর গ্রামের মৃত দেলোয়ার গাজীর পুত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত বিপ্লব গাজী বেক্সিমো ফার্মার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) পদে চাকরি করতেন। কেরানীগঞ্জের একটি ভাড়া বাসায় একাই থাকতেন। বিপ্লব গাজী অবিবাহিত ছিলেন। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান জানান, গত দুইদিন ধরে বিপ্লব গাজীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কোম্পানির লোকজন ও পরিবারের সদস্যরা বিপ্লব গাজীর নিখোঁজের বিষয়ে থানায় অভিযোগ করেন। গত ১৪ এপ্রিল রাতে ভাড়া বাসার দরজা ভেঙে বিপ্লবের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে বিপ্লব গাজীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহত বিপ্লবের মা আবেদা বেগম জানান, তার ছেলে ওষুধ কোম্পানিতে চাকরি করত। কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। কারা, কেন বিপ্লবকে খুন করল আমরা জানি না। কেরানীগঞ্জ থানা পুলিশ আমাকে বিপ্লবের খুন হবার কথা জানিয়েছেন। আমি পুলিশের কাছে অনুরোধ করছি, তারা যেন বিপ্লবের খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করেন। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। রাজশাহীর দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, কেরানীগঞ্জ থানা থেকে বিপ্লব গাজীর নিহতের বিষয়ে খবর পাওয়া গেছে। পরিবারের লোকজনকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। বিপ্লব গাজী কি কারণে ও কারা খুন করেছে তা কেরানীগঞ্জ থানা পুলিশ তদন্ত করে উদঘাটন করবেন। মামলাও সেখানেই হবে।