ওসিকে অযোগ্য বলে প্রত্যাহারের দাবি বিএনপি নেতা চাঁদের

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর থানার ওসিকে অযোগ্য দাবি করে তাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। বুধবার বিকাল সাড়ে ৫টার সময় রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগ্রাম সরকারি বিদ্যালয় মাঠে নারী ঘটিত জের ধরে দুই পক্ষের সংর্ঘষে নিহত মকবুল হোসেনের জানাজায় বক্তব্যকালে তিনি এ দাবি জানান।
আবু সাইদ চাঁদ বলেন, বিএনপির নামধারী সন্ত্রাসী আহাদের নাম শুনলেই ওসির কাপড় নষ্ট হয়ে যায়। মারামারি ৭২ ঘণ্টা হয়ে গেছে তারপরও একটা আসামি এখন ও গ্রেপ্তার করে পারেনি। এ ওসির দুর্গাপুর থানায় থাকার যোগ্যতা নাই। আর সে ওসি গিরি করে থানায়। এই আহাদ এই এলাকার ওয়ার্ড বিএনপি নেতা সাত্তারকে মারধর করেছে। আমি বার বার ওসিকে ফোন দিয়েছি। তারপরও ওসি কোন ভূমিকা নেয়নি। তারপরও আপনি ওসি গিরি করছেন। কী পাইছেন আপনি? না পারলে বাড়িতে গিয়ে লাঙ্গল চাষ করে খান গা।
এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল, সদস্য সচিব জুবায়েদ হোসেন, বিএনপি নেতা জারজিস হোসেন সোহেল, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল কবীর বুলু, সাবেক মেয়র বিএনপি নেতা সাইদুর রহমান মন্টু সহ বিপুল সংখ্যক জেলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।