ঢাকা | এপ্রিল ১৬, ২০২৫ - ৬:১৫ পূর্বাহ্ন

ইউনিয়ন ব্যাংক রাজশাহী শাখার গ্রাহক সম্মেলন

  • আপডেট: Wednesday, April 16, 2025 - 12:50 am

স্টাফ রিপোর্টার: ইউনিয়ন ব্যাংক রাজশাহী শাখার গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার অনুষ্ঠিত গ্রাহক সম্মেলন ব্যাংকের বিভিন্ন শ্রেণির গ্রাহক অংশ নেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ইনডিপেনডেন্ট ডাইরেক্টর শেখ জাহিদুল ইসলাম।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারনে গ্রাহকরা তাদের বিভিন্ন উদ্বেগ ও হতাশার কথা ইনডিপেনডেন্ট ডাইরেক্টরের সাথে শেয়ার করেন এবং বর্তমানে এই ব্যাংকের ভবিষ্যত ও তাদের আমানতের নিরাপত্তার অবস্থা জানতে চান। এসময় তিনি ধৈর্য সহকারে গ্রাহকদের কথা শোনেন। সেই সাথে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ব্যাংকের অবস্থা খুব দ্রুতই ভাল হবে। ব্যাংক দেওলিয়া হবে না। গ্রাহকদের আমানতের কোনো অনিশ্চয়তা ও হারানোর সম্ভাবনা নাই।

গ্রাহকদের ধৈর্য্য সহকারে লেনদেন করার পাশাাপশি প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে অর্থ উত্তেলন না করারও পরামর্শ দেন ইনডিপেনডেন্ট ডাইরেক্টর শেখ জাহিদুল ইসলাম। গ্রাহক সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান ও অন্যান্যেরা উপস্থিত ছিলেন।