ঢাকা | এপ্রিল ১৬, ২০২৫ - ১০:৫৩ পূর্বাহ্ন

রাজশাহী জেলা ও মহানগর বিএনপি বৈশাখ উদযাপন

  • আপডেট: Wednesday, April 16, 2025 - 12:47 am

স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনেরর আয়োজনে মঙ্গলবার বিকালে রাজশাহী নগরীর আলুপট্টির মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। নেতাকর্মীরা লাঠিখেলার লাঠি হাতে করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা নিয়ে তারা সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড় হয়ে কেন্দ্রীয় ঈদগাহের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ করেন। সেখানে প্রথম পর্যায়ের লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এরপর তারা লালনশাহ মঞ্চের নিচে খেলার মাঠে লাঠি খেলা প্রদর্শন করেন।

শোভাযাত্রা ও লাঠি খেলায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন বিএনপি রাজশাহী জেলার সদস্য রায়হানুল ইসলাম রায়হান, গোলাম মোস্তফা মামুন, রুকুনুজ্জামান আলম, তাজমুল তান টুটুল, জাহান পান্না, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল ও বিএনপি নেতা শিমুল। আরও উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা বেগম, ছাত্রদল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক সালাউদ্দিন সরকার শামীম ও সদস্য সচিব আলামিনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে ১৪ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এসময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।