ঢাকা | মে ১৪, ২০২৫ - ৬:২৯ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে একুশে টিভির রজত জয়ন্তী উৎসব পালিত

  • আপডেট: Wednesday, April 16, 2025 - 1:51 am

স্টাফ রিপোর্টার: রাষ্ট্র ও গণমানুষের কাছে দায়বদ্ধতা ভুলে না গিয়ে একুশে টেলিভিশন অবস্থান ধরে রাখবে এমন প্রত্যাশা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সালেহ্ হাসান নকীব।

তিনি বলেন, ‘‘একটি টিভি চ্যানেল হিসেবে একুশে টিভি প্রতিষ্ঠিত। মানুষের কাছে তাদের গ্রহনযোগ্যতা আছে। এই গ্রহনযোগ্যতা, ভালোবাসা ও স্বীকৃতিকে কাজে লাগিয়ে তারা দেশের মানুষের পক্ষে থাকবে, দেশের মানুষের কথা বলবেন, দেশের কল্যানের জন্য কাজ করবেন।’’

একুশে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে রাজশাহীর নানকিং দরবার হলে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, মহানগরের সদস্য সচিব মামুন অর রশিদ, মহানগর জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু ইউসুব সেলিম, মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ইমন, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশের সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহীর সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, রাজশাহী বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট পারভেজ হোসেন, চিকিৎসক মাহফুজুর রহমান রাজ প্রমূখ।

সংবাদিক ওয়ালিউর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি ও বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক সাইফুল ইসলাম হীরক, বিশিষ্ঠ সমাজ সেবক ইঞ্জিনিয়ার কে এম জুয়েল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রায়হানুল ইসলাম রায়হান, সাবেক সংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী জেলা সাংবাদিক সংস্থার সভাপতি জাহিদ আসান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পদিক পরিতোষ কুমার আদিত্য, ব্যাংকার বদিউল আলম লিংকন, আইনজীবী মোজাম্মেল হক, মাকসুদা পাভীন শিউলি। এর আগে একটি বণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Hi-performance fast WordPress hosting by FireVPS