বিএমডিএ’র নির্বাহী পরিচালকের সাথে পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য যোগদান করেছেন নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব) এর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারীগণ।
মঙ্গলবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএমডিএ’র আয়োজনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান। এতে বিএমডিএ সদ্য যোগদানকৃত নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব) উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় সভাপত্বিত করেন অতিঃ প্রধান প্রকৌশলী শামসুল হোদা। এসময় আরও উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, অতিঃ প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, নির্বহী প্রকৌশলী ও বিএমডিএ‘র সচিব এনামুল কাদের, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী মোসাঃ রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা, সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, বিএমডিএ রাজ-২০৮৮ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলী, উচ্চতর উপ-সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এরপর বিএমডিএর সাবেক নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম এর কাছ থেকে সদ্য যোগদানকৃত নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব) দায়িত্ব বুঝে নেন। উল্লেখ্য, গত ০৭ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে আবুল হায়াত মো: রফিক যুগ্মসচিব এর স্বাক্ষরিত প্রজ্ঞাপণে তরিকুল আলমকে (৫৮৫৫) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে পদায়ন করা হয়।