ঢাকা | মে ১০, ২০২৫ - ১:৫৩ পূর্বাহ্ন

হঠাৎ বিসিবিতে দুদকের অনুসন্ধান

  • আপডেট: Tuesday, April 15, 2025 - 4:06 pm

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজ অনুসন্ধান চালাতে পা রেখেছে দুর্নীতি দমন কমিশনের একটি ইউনিট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে এ অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ টিম চলে যায় বিসিবিতে। এরপর বিসিবিতে তারা শুরু করেছেন এ অনুসন্ধান।

মূলত পুরোনো নথিপত্র খতিয়ে দেখতেই এই অভিযান চলছে বলে জানা গেছে। বিষয়টি জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদক জানিয়েছে কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ আছে নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে।

এবারের বিপিএলে টিকিট বিক্রি থেকে সব মিলিয়ে সোয়া ১৩ কোটি টাকা আয় করেছে বিসিবি।

এর আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের নামে তদন্তে নেমেছিল দুদক। হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং ক্রিকেট বোর্ডে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ ছিল পাপনের বিরুদ্ধে।

Hi-performance fast WordPress hosting by FireVPS