ঢাকা | এপ্রিল ১৬, ২০২৫ - ১০:৪২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

  • আপডেট: Tuesday, April 15, 2025 - 9:09 pm

অনলাইন ডেস্ক: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারীর বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত একটার পর সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ির বাইরের উঠানে থাকা খড় রাখার টিনশেডের ঘরটিতে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

পরে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি বোদা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় পলাতক সাদ্দাম হোসেনের মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন বলে জানা গেছে।

বোদা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাথমিকভাবে এক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে হিসেব করেছি। তবে আগুনের সূত্রপাত এখনো বলা যাচ্ছে না। এটা নিয়ে তদন্ত চলছে।

আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার জানান, রাতে আগুন লাগার খবর পাই। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।