ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ৭:৩৯ অপরাহ্ন

হ্যাটট্রিক জয় চায় বাংলাদেশ

  • আপডেট: Tuesday, April 15, 2025 - 11:15 am

অনলাইন ডেস্ক : লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে দুর্দান্ত ছন্দে আছে টাইগ্রেসরা। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে শুরু করে রুমানা-নিগাররা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াকু দুই উইকেটের জয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতে নেয় দলটি।

থাইল্যান্ডের বিপক্ষে বড় জয়ের সুবাদে বাংলাদেশের নেট রান রেটও হয়েছে ইতিবাচক, যার ফলে পয়েন্ট টেবিলে এখন তারা দ্বিতীয় স্থানে আছে। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফলের পর এ অবস্থান তৈরি হয়েছে।

তবে সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ এখনো বাকি। এই তিন ম্যাচ থেকে দুটি জয় পেলে প্রায় নিশ্চিত হবে বিশ্বকাপের মূলপর্বে টাইগ্রেসদের টিকিট। তবে একটি জয়েও সুযোগ থাকবে, যদি অন্য ম্যাচগুলোর ফল আর নেট রান রেট সহায়ক হয়।

স্কটল্যান্ডও কম যায় না। তিন ম্যাচে দুই জয় নিয়ে তারাও চার পয়েন্টে আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ রানের চমকপ্রদ জয় তুলে নেয় দলটি। থাইল্যান্ডকেও হারিয়েছে ৫৮ রানে। শুধু পাকিস্তানের বিপক্ষেই হেরেছে তারা।

স্কটল্যান্ডের জন্যও আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আর আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের বাকি দুটি ম্যাচই জিততে হবে সরাসরি কোয়ালিফাই করতে হলে। একটিতেও হেরে গেলে নির্ভর করতে হবে অন্য ফল ও নেট রান রেটের ওপর।

তাই আজকের ম্যাচটি দুই দলের জন্যই হতে যাচ্ছে ‘করো অথবা মরো’র মতো। ক্রিকেটপ্রেমীরা পাচ্ছেন এক হাইভোল্টেজ লড়াই উপভোগের সুযোগ।

Proudly Designed by: Softs Cloud