আনোয়ারায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আবু তালেব (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. সিফাত (২৮) নামে আরও একজন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৬ টার দিকে আনোয়ারা থানার মোড়ে সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম শহরমুখী একটি পণ্যবাহী ট্রাক একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে একজন নিহত এবং অন্য একজন আহত হয়। নিহত আবু তালেব (৫৫) চন্দনাইশ উপজেলার কেশুয়া এলাকার মৃত আলী বক্সের ছেলে।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সূত্র: বাসস