ঢাকা | মে ৯, ২০২৫ - ৩:২৪ পূর্বাহ্ন

পাকিস্তান বোর্ডপ্রধানের নৈশভোজে বাংলাদেশ নারী দল

  • আপডেট: Monday, April 14, 2025 - 7:35 pm

অনলাইন ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের পর এবার সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটাও গড়ে ফেলে জ্যোতির বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ ২ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়া ছয় দলের সম্মানে গত রাতে একটি নৈশভোজের আয়োজন করেছেন।

আয়োজক পাকিস্তানসহ বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড—এই ছয় দলের ক্রিকেটার ও কর্মকর্তারা ছিলেন নৈশভোজে। ঐতিহাসিক লাহোর দুর্গের আলমগিরি গেটে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিদের দারুণ আপ্যায়ন করেছেন নাকভি।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। দিনটি স্মরণীয় করে রাখতে পিসিবি সভাপতি অতিথিদের সঙ্গে ছবি তুলেছেন। অতিথিদের উদ্দেশ্যে নাকভি বলেন, ‘লাহোরে সব সফরকারী দলকেই আমরা স্বাগত জানাই। শহরটা অনেক জীবন্ত। আপনারা আমাদের বিশেষ অতিথি। আশা করি এখানে আপনারা উপভোগ করছেন।’

মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, মুত্তিয়া মুরলিধরনদের সেই তারকাখচিত শ্রীলঙ্কা দলের ওপর ২০০৯ সালে অতর্কিত হামলা চালানো হয়েছিল। চালকের সাহসিকতায় প্রাণ নিয়ে আসতে পেরেছিলেন লঙ্কান ক্রিকেটাররা।

সেই হামলার পর দীর্ঘ সময় ক্রিকেট থেকে পাকিস্তান একরকম নির্বাসিত ছিল। এখন সেই পাকিস্তানে নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডেভিড ওয়ার্নার, টিম সাইফার্টের মতো বিদেশি তারকারা খেলছেন। গতকাল নৈশভোজে নাকভি বলেন, ‘পাকিস্তান শান্তিপূর্ণ, নিরাপদ ও ক্রিকেটপাগল দেশ। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে আসা সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি।’

দুই ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় সবার ওপরে বাংলাদেশ। পাকিস্তানেরও ৪ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে দুইয়ে।

১০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছিল বাংলাদেশ। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের জয়।

আর গতকাল আয়ারল্যান্ড টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৫০ ওভারে করেছিল ৮ উইকেটে ২৩৫ রান। জবাবে বাংলাদেশ ৪৮.৪ ওভারে ৮ উইকেটে ২৪০ রান করে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে। গাদ্দাফি স্টেডিয়ামে জ্যোতির দল আগামীকাল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।

Hi-performance fast WordPress hosting by FireVPS