ঢাকা | মে ১৩, ২০২৫ - ১২:৩২ অপরাহ্ন

আয়ারল্যান্ডকে ২উইকেটে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল

  • আপডেট: Monday, April 14, 2025 - 12:54 am

নারী বিশ্বকাপ বাছাই:    

স্পোর্টস ডেক্স: ঋতু মনির অপরাজিত ৬৭ রানের সুবাদে ৮ বল বাকি রেখেই ২ উইকেটে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই খেলায় ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ দল।

নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে রানের রেকর্ড গড়ে জয়ে আসর শুরু করে বাংলাদেশ। রোববার দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড নারী দলের মুখোমুখি হয় বাংলাদেশ। রোববার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান করে আয়ারল্যান্ড।

টস জিতে আগে ব্যাট করতে নামা আইরিশ মেয়েদের শুরুটা হয় সারাহ ফোর্বসকে (৪) হারিয়ে। তবে দ্বিতীয় উইকেটে এই ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন গ্যাবি লুইস ও আমি হান্টার। দুজনে গড়েন ৫০ রানের জুটি। এই জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। গ্যাবিকে ২৪ রানে ফেরান তিনি। এরপর বেশিক্ষণ টেকেননি হান্টার। ৩৩ রান করে রান আউট হন তিনি।

চতুর্থ উইকেটে বড় জুটি গড়েন অরলা ও লাউরা। ৮৯ বলে ৭২ রান যোগ করেন তিনি। ৪১ রানে অরলাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া। তবে ৫৫ বলে ঠিকই ফিফটি তুলে নেন লাউরা।

৭৫ বলে ৬৩ রান করে তিনি ফিরলে বাকিরা ঠিকঠাক লড়াই করতে পারেনি। শেষদিকে ১৭ বলে ২৪ রানের দারুণ ইনিংসে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন আরলেন কেলি।

বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩৯ রান খরচায় ৩ উইকেট নেন রাবেয়া। ৮ ওভারে ৫০ রান দিয়ে দুটি উইকেট পান ফাহিমা। একটি উইকেট শিকার করেন জান্নাতুল।

২৩৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পরে বাংলাদেশ দলের ব্যাটারা। আয়ারল্যান্ডের উদ্বোধনী পেস বোলার পিনডারগাস্ট মাত্র ২ রানে ইসমা তানজিম ব্যক্তিগত ২ ও ফারজানা হককে শূন্য রানে আউট করেন। ৩য় উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা ও শামীমা আকতার।

দলীয় ৫৪ রানে ব্যক্তিগত ২৪ রানে শামীমা ও দলীয় ৯৪ রানে ব্যক্তিগত ৫৪ রানে নিগার আউন হলে আবারো বিপদের সমুখে পরে বাংলাদেশ নারী দল। মাত্র ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদের মুখ থেকে দলকে জয়ে লক্ষে নিয়ে যায় ঋতু মনি।

তাকে সঙ্গ দেয় ফাইমা ২৮ ও নাহিদ আক্তার অপরাজিত ১৮ রান। খেলার শেষ মুহূর্তে উত্তেজনায় ১২ বলে ৯ রানে প্রয়োজন পরে বাংলাদেশের। ৪৮ ওভারের চতুর্থ বলে রিতু বাউন্ডারী মেরে বাংলাদেশকে ২৪০ রানে নিয়ে যায়। ফলে বাংলাদেশ ২উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে।

Hi-performance fast WordPress hosting by FireVPS