রাবিতে চৈত্র-সংক্রান্তির সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার: মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা ১৪৩১ বঙ্গাব্দের বিদায় উপলক্ষে চৈত্র-সংক্রান্তির সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিকালে রাবির সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় গান ও নাচে চৈত সংক্রান্তির আনন্দে মেতে উঠেন দর্শক ও আয়োজকরা।