ঢাকা | মে ১২, ২০২৫ - ৪:৫৬ অপরাহ্ন

রাজশাহীতে জিসাসের পরিচিতি সভা

  • আপডেট: Monday, April 14, 2025 - 12:33 am

স্টাফ রিপোর্টার: জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস এর  রাজশাহী মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

জিসাস এর রাজশাহী মহানগরী শাখার সভাপতি অ্যাড. আবু মোঃ তারেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রফেসর ড. দেলোয়ার হোসেন খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিসাস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সহ-সভাপতি মোঃ মোস্তফা আবু সালেক মানু, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল ও সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির।

Hi-performance fast WordPress hosting by FireVPS