ঢাকা | এপ্রিল ১৬, ২০২৫ - ৬:২৪ পূর্বাহ্ন

পাকিস্তান সুপার লিগে রিশাদ হোসেনের দুর্দান্ত শুরুটা।

  • আপডেট: Monday, April 14, 2025 - 7:32 pm

অনলাইন ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিশাদ হোসেনের শুরুটা হয়েছে দুর্দান্ত। লেগ স্পিনের ভেলকিতে গত রাতে কাবু করেছেন প্রতিপক্ষ ব্যাটারদের। বাংলাদেশি লেগস্পিনারের প্রশংসায় পঞ্চমুখ পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স।

রিশাদকে এবারের পিএসএলে খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রিশাদকে বসে থাকতে হয়েছিল ডাগআউটে।

তবে বাংলাদেশি লেগস্পিনারের পিএসএলে অভিষেক হতে খুব একটা অপেক্ষা করতে হয়নি। রাওয়ালপিন্ডিতে গত রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে সুযোগ পেয়েই করেন বাজিমাত। ৪ ওভারে ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট।

ভয়ংকর হয়ে ওঠা রাইলি রুশোকে (১৯ বলে ৪৪ রান) অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করে রিশাদের শুরু। এরপর ১৩তম ওভারে রিশাদ ফিরিয়েছেন মোহাম্মদ আমির ও আবরার আহমেদকে। বাংলাদেশি লেগস্পিনারের ৩ উইকেটের দুটিই বোল্ড।

রিশাদের পিএসএল অভিষেকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। বিশাল জয়ের পর লাহোর কালান্দার্সের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) সামিন রানার চোখেমুখে দেখা গেছে উচ্ছ্বাস। তিনি ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম এক সত্ত্বাধিকারী।

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ লাহোর যে ভিডিও পোস্ট করেছে, সেখানে ক্রিকেটারদের উদ্দেশ্যে সামিনকে বক্তব্য রাখতে দেখা গেছে। রিশাদকে নিয়ে সামিন বলেন, ‘বাংলাদেশি ভাই রিশাদকে নিয়ে কী বলা যেতে পারে। আমার চোখে তুমি গেমচেঞ্জার। যেভাবে তুমি বোলিং করেছ, দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বুঝিয়ে দিলে এবারের টুর্নামেন্টে সেরা বোলিং আক্রমণ এই দলেরই।’

রিশাদের মতো এমন একজন গেমচেঞ্জারই লাহোর কালান্দার্সের দরকার ছিল বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিন বলেন, ‘মাঝের ওভারে উইকেট নিতে পারে এমন বোলার চাচ্ছিলাম আমরা। এ কারণেই রিশাদকে একাদশে নেওয়া হয়। দুর্ভাগ্যবশত ডেভিড ভিসে চোটে পড়ে যায়। তাই রিশাদই ছিল আমাদের হাতে সেরা বিকল্প।’

লাহোর কালান্দার্সের ৭৯ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। ৩৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করেন তিনি। ফখরকেও প্রশংসায় ভাসিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির সিওও সামিন। ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন লাহোর।

দুইয়ে থাকা ইসলামাবাদ ইউনাইটেডেরও পয়েন্ট ২। ১১ এপ্রিল উদ্বোধনী ম্যাচে লাহোরকে ৮ উইকেটে হারিয়েছিল ইসলামাবাদ। আজ রাতে ইসলামাবাদ খেলবে পেশোয়ার জালমির বিপক্ষে। আর লাহোরের পরের ম্যাচ আগামীকাল করাচি কিংসের বিপক্ষে।